Logo

রাজনীতি    >>   অবিলম্বে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানালেন সুব্রত চৌধুরী

অবিলম্বে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানালেন সুব্রত চৌধুরী

অবিলম্বে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানালেন সুব্রত চৌধুরী

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রুখে দাও’ শীর্ষক আলোচনা সভায় সংখ্যালঘুদের সুরক্ষায় অবিলম্বে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছেন গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্যকালে তিনি বলেন, “মানবাধিকার কমিশন হাসতেও জানে না, কাঁদতেও জানে না। সরকারকে অবশ্যই সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে।”

সুব্রত চৌধুরী আরও বলেন, “বিচারহীনতার সংস্কৃতি আওয়ামী লীগের সঙ্গে যায়। জনগণ জানে কারা সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে।” তিনি দাবি করেন, আওয়ামী লীগ সহিংসতার জন্য জামায়াত-বিএনপিকে দায়ী করলেও আসল সহিংসতার উস্কানিদাতা তারাই।

আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, “বাংলাদেশে কখনও সাম্প্রদায়িক সংঘাত ছিল না, কিন্তু মিথ্যা ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘাতের রূপ দেওয়া হয়।”

সংখ্যালঘুদের আশ্বস্ত করে নিতাই রায় চৌধুরী আরও বলেন, “যাদের ছাত্র-জনতার আন্দোলনে পতন ঘটেছে তারা আর কখনো ক্ষমতায় ফিরতে পারবে না। সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করে লাভ হবে না; ষড়যন্ত্র টিকবে না।”





P.S 220 Winter concert

P.S 220 Winter concert